স্বাস্থ্য তথ্য
মৌসুমি ফলের নানা
গুণঃ
মৌসুমি ফলের নানা গুণ ।
সেক্ষেত্রে আনারসের জুরি নেই । অসংখ্য গুণে গুণান্বিত এই ফল খেয়ে যেমন শরীরে পানির
চাহিদা মেটানো যায় তেমনি ব বাড়তি পুষ্টিগুণ পেতে জুড়ি নেই এর । আনারস পুষ্টির বেশ
বড় একটি উৎস । আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম
ও ফস্ফরাস । এসব উপাদান দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে ।
এছাড়া শুনতে অবাক লাগেও আনারস আমাদের ওজন কমাতে সাহায্য করে । কারণ আনারসে প্রচুর
ফাইবার এবং অনেক কম ফ্যাট রয়েছে । সকালে আনারস বা সালাদ হিসাবে এর ব্যবহার অথবা
আনারসের জুস অনেক বেশী স্বাস্থ্যকর । আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও
ম্যাঙ্গানিজ । ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং
ম্যাঙ্গানিজ হাড়কে করে তুলে মজবুত । প্রতিদিনের খাবারের তালিকায় পরমিতি পরিমাণ
আনারস রাখলে হারের সমস্যাজনিত রোগ প্রতিরোধ সম্ভব । মাড়ি সুরক্ষায়
আনারস উপকারী । ইচ্ছে করলে এসব বিষয়ে আরও বেশী টিপস পেতে যে কোনো পুষ্টিবিদের
সহায়তা নেওয়া যেতে পারে ।
---হেলথ জার্নাল

---------------------------------------------------
শিশুকে কোনো প্রাণী কামড়ালে.........
যদি শিশুকে কোনো প্রাণী কামড়ায় তাহলে
নিচের বিষয়গুলো খোঁজ নিয়ে জানতে হবে, কোন ধরণের প্রাণী কামড় দিয়েছে- পোষা,
বেওয়ারিশ নাকি বুনো, উস্কানির ফলে নাকি বিনা উস্কানিতে আক্রমণ করেছে, হালনাগাদ
প্রাণীর প্রতিষেধক দেওয়া আছে কিনা ।
কী করবেন?
তাৎক্ষণিক কামড়ানোর
স্থানটি অনেকক্ষণ সাবান ও পানি দিয়ে ধোবেন । ক্ষতস্থান ড্রেসিং দিয়ে ঢাকবেন ।
শিশুকে স্বস্তি দেবেন । যদি শিশুকে কুকুর বা বিড়াল কামড়ায়, জেনে নিন প্রাণীর
হালনাগাদ প্রতিষেধক দেওয়া আছে কি না ? পরবর্তী দু সপ্তাহ লক্ষ রাখুন তার জলাতঙ্ক
হয় কিনা ।
কখন ডাক্তারের কাছে
যাবেন ?
শিশুকে অবশ্যই ডাক্তারের
কাছে নিয়ে যাবেন, যদি-প্রাণীর কামড় সাধারণ আঁচড়ের চেয়ে বেশী হয় । শিশুর হালনাগাদ
টিটেনাস বা ধনুষ্টষ্কার প্রতিষেধক নেওয়া না থাকে অথবা শেষ বুষ্টার ডোজের পরে পাঁচ
বছরের বেশী সময় অতিক্রান্ত হয় ।
----ডা. মিজানুর রহমান কল্লোল
সহকারী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল
মেডিকেল কলেজ ও হাস্পাতাল ।
---------------------------------------------------
হেলথ টিপস
মেছতা খুব সাধারণ একটি চর্মরোগ । গালে বা কপালে কালো অথবা বাদামি বর্ণের ছোপ ছোপ দাগ দেখা গেলে তাকে আমরা মেছতা বলি ।
কাদের হয়ঃ মধ্যবয়সী মহিলাদের এ রোগ বেশী দেখা যায় । পরিসংখ্যান অনুযায়ী ৩০ শতাংশ মহিলা আক্রান্ত হয় এবং পুরুষদেরও মেছতা হয়ে থাকে । ইদানিং অল্প বয়সী মেয়েদের মেছতা দেখা যাচ্ছে ।
সমস্যাঃ কোনো রকমের চুল্কানি বা জ্বালা যন্ত্রণা হবে না, কিন্তু দেখতে খারাপ দেখায় এবং বিব্রত অবস্থায় পড়তে হয় ।
কেন হয়ঃ নানা করণে হতে পারে, তবে সবচেয়ে বেশি কারণ হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি । তাছাড়া কিছু নিম্নমানের প্রসাধন সামগ্রী ব্যবহার ইত্যাদি ।
--স্বাস্থ্য তথ্য ।
সংগ্রহে--- http://www.jfpbooks.blogspot.com
স্বাস্থ্য তথ্য
Reviewed by জাহিদ
on
December 18, 2018
Rating:

No comments: